পাকা চুলের সমস্যা দূর করুন তিন ঘরোয়া উপায়ে

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৯, ১৫:২৮

ঢাকা টাইমস ডেস্ক

অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এখন অহরহ দেখা যায়। বয়স হওয়ার আগেই চুল পাকতে শুরু করে। অনেকে অনেক ধরনের চিকিৎসা নিয়েও চুল পাকা ঠেকাতে পারেন না। শেষ পর্যন্ত ভরসা রাখা শুরু করেন কালারে। তবে চুলের যত্নে এই তিন ঘরোয়া উপায় গ্রহণ করলে অসময়ে চুল পাকা বন্ধ হবে। চলুন জেনে নিই উপায়গুলো-

লেবু ও নারকেল তেল

প্রয়োজন মতো নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে ভালো করে মাথায় ও চুলে মাসাজ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত দু’দিন এই মিশ্রণ লাগাতে পারলে উপকার পাবেন দ্রুত।

কারিপাতা

নারকেল তেলের সঙ্গে কারিপাতা (মিষ্টি নিম পাতা) মিশিয়ে তা ফুটিয়ে নিন ভালো করে। ঠাণ্ডা হলে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করুন। কারিপাতা আপনার চুলের মেলানিন পিগমেন্ট রেস্টোর করতে সাহায্য করবে।

লিকার চা

কালো চা তৈরি করে তা সারা চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। এতে মজুত অ্যান্টিঅক্সিডেন্ট চুলে পাক ধরতে দেয় না। সপ্তাহে তিন দিন চায়ের লিকার লাগাতে পারেন।

আমলকী গুঁড়ো

শুকনো আমলকী সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে এই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। অথবা আমন্ড অয়েলের সঙ্গে আমলকিগুঁড়ো এবং লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

ঢাকা টাইমস/০৬এপ্রিল/একে