তিন ঘণ্টা ধরে পুড়ল ফোমের কারখানা

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:৩৫ | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০১৯, ১৯:০৩

এবার ময়মনসিংহের ভালুকায় ফোম ও প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টা ধরে পুড়েছে কারখানাটি।

অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রাকিবুল হাসান জানান, শনিবার দুপুর সোয়া ২টার দিকে ভালুকা উপজেলার পাড়াগাঁও এলাকায় সিনথেকস পলিমার কোম্পানিতে আগুন লাগে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন গুদামের চারদিক ছড়িয়ে গেলে ময়মনসিংহ, ত্রিশাল এবং মাওনা থেকে আরও পাঁচটি ইউনিট আসে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বেলা ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, এই কারখানাতে ফোম এবং প্লাস্টিকের চেয়ার তৈরি করা হতো। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করা যায়নি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :