জয়পুরহাটে পুলিশি বাধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ পণ্ড

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৯, ২২:৫৯

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও  মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। এসময় পুলিশি বাধায়  বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায়।

শনিবার বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে তৃপ্তির মোড়ে এলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায় বলে দাবি জেলা স্বেচ্ছাসেবক নেতাদের।

পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘কারাগারে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। অথচ তার চিকিৎসা নিয়ে সরকার তালবাহানা করছে। অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি না দিলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।’

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিকুল আলম বুলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, ফজলুর রহমান, অধ্যক্ষ সামছুল হক, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সেলিম রেজা ডিউক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব,  শামস মতিন, রুহুল আমিন ফারুক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চপল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)