সেইলরের বৈশাখী ফ্যাশন শো

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ১২:৪০

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
বিভিন্ন উৎসব বা ঋতু অনুযায়ী পোশাক তৈরি করে সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডে ক্রেতাদের পরিচিত করতেই নবীন ব্র্যান্ড হিসাবে সেইলরের যাত্রা হয় ২০১৫ সালের ৩ এপ্রিল।  অভিজ্ঞ ডিজাইনারদের তৈরি বৈচিত্র্যময় পোশাকের ডিজাইন, ফিটিংস, ক্রেতা সেবা দিয়ে ফ্যাশন সচেতনদের মাঝে সেইলর ইতমধ্যে সতন্ত্র অবস্থান করে নিয়েছে।  ৫ এপ্রিল যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে আড়ম্বরপূর্ণ বৈশাখী ফ্যাশন শো দিয়ে সেইলর পালন করলো চতুর্থ বর্ষপূর্তি। 
 
ফ্যাশন শোতে পাঁচটি পৃথক র‌্যাম্পে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের মোটিফ নিয়ে বৈশাখী কালেকশন, গ্রীষ্মের কালেকশন, এথনিক, ট্রেডিশন্যাল এবং ক্যাজুয়াল থিমে তৈরি পোশাক প্রদর্শিত হয়। 
 
দেশসেরা র‌্যাম্প মডেলরা পৃথক পৃথক এসব ফ্যাশন কিউতে তুলে ধরেন বর্ষপূর্তি উপলক্ষে তৈরি এসব থিমের নতুন কালেকশনগুলো। পাশাপাশি চিরকুট ব্যান্ডের মনোমুগ্ধকর গানে কেটে যায় বাকি সময়। পোশাক রপ্তানির স্বনামধন্য প্রতিষ্ঠান ইপিলিয়ন এর এই রেডি টু ওয়ার ব্র্যান্ডটি মূলত: তারুণ্য নির্ভর ফ্যাশন ব্র্যান্ড।
 
সেইলরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধান পরিচলন কর্মকর্তা (সিওও ) রেজাউল কবির জানান, সেইলর তারুণ্যের ফ্যাশন প্ল্যাটফর্ম। তাই তারুণ্যের জন্য সর্বশেষ ফ্যাশন ট্রেন্ড পোশাকের ক্যানভাসে তুলে ধরার কাজটাই করবে ব্র্যান্ডটি।
 
(ঢাকাটাইমস/৭এপ্রিল/ এজেড)