গোপালগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৯, ১৩:১৮

শনিবার রাতে গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি ও অসংখ্য গাছপালাও। ক্ষতি হয়েছে আমসহ উঠতি নানা ফসলের। এছাড়া টিন চাপা পড়ে মারা গেছে পোল্ট্রি ফার্মের কয়েক হাজার মুরগীর বাচ্চা।

ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙ্গে পড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানান, ‘কালবৈশাখী ঝড়ে ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে তা জানতে কাজ চলছে।’

ঢাকাটাইমস/৭এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :