ময়মনসিংহে ৭০০ টাকার জন্য হত্যা

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৯, ১৭:১৪

মাত্র ৭০০ টাকার জন্য ভ্যানচালককে হত্যা করা হয়েছে বলে হত্যার অভিযোগে গ্রেপ্তার বাবলু স্বীকার করেছেন। রবিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘জেলার মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল এলাকার বাসিন্দা ভ্যানচালক শাহজাহান ওরফে সাজুর গলাকাটা লাশ ৩১ মার্চ সকালে একটি ফিশারির পাড় থেকে পুলিশ উদ্ধার করে। পরে ভিকটিমের আত্মীয়-স্বজন খবর পেয়ে লাশ দেখে পরিচয় নির্ণয় করে। এ ঘটনায় ভিকটিমের ভাই ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার করলে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা রুজু হয়। এর তদন্তের দায়িত্ব শুরু থেকেই জেলা গোয়েন্দা শাখার ওপর ন্যস্ত করা হয়। ভিকটিম কোন মোবাইল ব্যবহার না করায় ডিবির টিম ছদ্ম বেশে মামলাটি তদন্ত করে দ্রুত সময়ে রহস্য উদঘাটন করতে সক্ষম হয় এবং ঘটনায় জড়িত আসামি বাবলুকে শুক্রবার ধরতে সক্ষম হয়।’

এসময় আরো জানানো হয়, ‘তাকে জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছে। তার স্বীকার মতে, ভিকটিমের বিচ্ছিন্ন মাথা শুক্রবার রাত ৮টায় ঘটনাস্থল হতে তিন কি.মি. দূরে বানিয়াকাজী গ্রামের একটি কচুরিপানাযুক্ত ডোবা হতে ডিবি পুলিশ উদ্ধার করে।

৭০০ টাকা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। আসামি ভিকটিমের নিকট ৭০০ পাইত। টাকা না দেয়ায় ঘটনার দিন রাতে নির্জনস্থানে নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে ঘুষি দেয়। এতে ভিকটিম অজ্ঞান হয়ে যায়। পরে আসামি বাবলু ভিকটিমকে কাঁধে করে নিয়ে ঘটনাস্থল ফিশারির পাড়ে ফেলে আসে। পরে বাড়ি হতে দা নিয়ে তার গলা কেটে বিচ্ছিন্ন করে তিন কি.মি. দূরে অন্য একটি ডোবায় লুকিয়ে রাখে।’

গ্রেপ্তার বাবলু মিয়া জেলার মুক্তাগাছার বানিয়াকাজী গ্রামের বাসিন্দা।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :