কংগ্রেসের প্রার্থী ঊর্মিলার বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৯, ১৯:২৬

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড় করানো কংগ্রেসের প্রার্থী ঊর্মিলা মাতণ্ডকরের বিরুদ্ধে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন বিজেপি নেতা সুরেশ নাখুয়া। এ জন্য নায়িকার বিরুদ্ধে মুম্বাইয়ের একটি থানায় লিখিত অভিযোগ করেছেন।

নাখুয়ার অভিযোগ, সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎ‌কারে ঊর্মিলা বলেছেন, ‘আগে হিন্দুত্ব বলতেই মানুষ বুঝত সহিষ্ণুতা। কিন্তু মোদি সরকার সারা বিশ্বে এটাকে সবচেয়ে অসহিষ্ণু ধর্মে পরিণত করেছে।’

এই মন্তব্যের প্রেক্ষিতে নাখুয়া তার অভিযোগপত্রে লিখেছেন, ‘টিভি চ্যানেলে হিন্দুত্বকে বিশ্বের সবচেয়ে হিংসাত্মক ধর্ম বলে উল্লেখ করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন ঊর্মিলা।’ এখন এই জল কতদূল গড়ায় সেটাই দেখার বিষয়।

গত ২৭ মার্চ দিল্লিতে দলের সভাপতি রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে দেখা করার পর কংগ্রেসে যোগ দেন এক সময়ের সুপারহিট নায়িকা ঊর্মিলা মাতণ্ডকর। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে তিনি উত্তর মুম্বাই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।

ঊর্মিলা প্রার্থী হওয়ার পরই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। তাকে নানা ভাবে খোঁচা মেরে কথা বলেন অভিনয় জগতেরই আরেক তারকা পরেশ রাওয়াল। অভিনয় থেকে রাজনীতিতে আসা ঊর্মিলা জণগনের কল্যাণে কতটা সময় দিতে পারবেন এই প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘গ্লামার দিয়ে যতই লোকজন টানুন, জিততে হলে কাজ করতে হবে।’

পরে অবশ্য এর উপযুক্ত জবাবও দিয়ে দেন ঊর্মিলা। বলেন, ‘সিনেমার জগৎ থেকে রাজনীতিতে এসেছি আর এই জগতটাকে ভালো করে জেনেই। মানুষ আসল-নকলের পার্থক্য বুঝতে পারে। ভোট পাওয়ার জন্য হাত জোড় করছেন, নাকি কাজ করতে চাইছেন, এটা সাধারণ মানুষ ঠিকই বোঝেন।’

ঢাকাটাইমস/৭এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :