বাংলাদেশি কারীর হাতে থ্যাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সম্মাননা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৯, ২০:১৯

থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ‘আন্তর্জাতিক মিলাদুন্নবী সা. সম্মেলনে বাংলাদেশের প্রখ্যাত কারী আহমাদ বিন ইউসুফ আল আযহারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রাইউত চান-ও-চা।

গত ৫ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত থাইল্যান্ডের ইতিহাসে সর্ববৃহৎ আন্তর্জাতিক মিলাদুন্নবী সা. সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশি কারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মেলনে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনামসহ মোট ১২ দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, থাইল্যান্ডের উলামা, মন্ত্রিবর্গ, বিমানবাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা উপস্থিত ছিলেন আন্তর্জাতিক এ সম্মেলনে।

শায়েখ আহমাদ বিন ইউসুফের সাথে মিসরের শাইখ ডা. আহমাদ আহমাদ নাঈনাকেও সম্মাননা প্রদান করেন থাই প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :