সিংড়া শহর রক্ষা বাঁধ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৯, ২১:১২

নাটোরের সিংড়া পৌর শহর প্রতিরক্ষা বাঁধের পরিবর্তে ভাঙার বাঁধ হচ্ছে অভিযোগ এনে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

রবিবার বিকালে গোডাউনপাড়া সংলগ্ন আত্রাই নদীর পাড়ে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। দ্রুত তারা এ বিষয়ে স্থানীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হস্তক্ষেপও কামনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘আত্রাই নদীর বন্যা থেকে রক্ষা পেতে একটি শহর প্রতিরক্ষা বাঁধের দীর্ঘদিনের দাবি সিংড়াবাসীর। সম্প্রতি নাটোর পানি উন্নয়ন বোর্ডের আওতায় ১৭ কোটি টাকা ব্যয়ে সিংড়া পৌর শহরের বাজার এলাকায় আত্রাই নদী সংলগ্ন ১৭শ ৮মিটার শহর প্রতিরক্ষা বাঁধের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স এবি কনস্ট্রাকশন।

বিকাল ৪টায় শহরের গোডাউনপাড়া মহল্লায় সরজমিনে দেখা যায়, শহর প্রতিরক্ষা বাঁধের কাজের প্রতিবাদ করছে শত শত নারী-পুরুষ।

স্থানীয়দের অভিযোগ, ‘সিংড়া শহর প্রতিরক্ষা বাঁধের পরিবর্তে ভাঙার বাঁধ হচ্ছে। এই বাঁধ তাদের ক্ষতি ছাড়া কোন ঘর-বাড়ি রক্ষার কাজে আসবে না।’

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ও এসএম বাদল বলেন, ‘এটা কোন শহর প্রতিরক্ষার বাঁধ হচ্ছে না, বরং শহর ভাঙার বাঁধ হচ্ছে।’

তারা আরও বলেন, ‘প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘোষণা অনুযায়ী এই বাঁধের কাজ না হলে সিংড়া শহরকে রক্ষা করা সম্ভব হবে না। তারা এ বিষয়ে স্থানীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হস্তক্ষেপ কামনা করেন।’

স্থানীয় গৃহিনী শেফালী বেগম বলেন, ‘নদীর পাশ দিয়ে তাদের একমাত্র এই চলাচল রাস্তা। যেভাবে তাদের কাটা মাটি নদীতে নামিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে তাতে এলাবাসীর অসুবিধা বেড়ে যাবে বলে তিনি অভিযোগ করেন।’

মেসার্স এবি কনস্টাকশনের ম্যানেজার আবুল কালাম বলেন, ‘আমরা তো আর নিয়মের বাইরে যেতে পারব না।’

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘শহর প্রতিরক্ষার নিয়ম নীতির মধ্যে থেকে কাজ বাস্তবায়ন হচ্ছে। আর মানুষের জন্যই তো এই প্রজেক্ট নেয়া। মানুষের কথা শুনতে গেলে এই বাঁধ নির্মাণ করা সম্ভব হবে না।’

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :