সতর্কতার সঙ্গে গ্যাস সিলিন্ডার ব্যবসা করার আহ্বান সিসিকের

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ২২:১৫

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস

নগরীতে সতর্কতার সঙ্গে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে

সিলেট সিটি কর্পোরেশন। রবিবার এক বিজ্ঞপ্তিতে নগর ভবনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে বহু মানুষের জীবনহানি ও সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে এলপি গ্যাস, অক্সিজেন গ্যাস, দাহ্য পদার্থ বিক্রির ক্ষেত্রে সিটি কর্পোরেশন কর্তৃক ট্রেড লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। এছাড়া ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নিয়ে সরকারি বিধি-বিধান অনুসরণপূর্বক নিরাপদ স্থানে সর্তকতার সাথে ব্যবসা পরিচালনার অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সিসিক।’

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এলএ)