সিআইইউতে ট্রাস্টি বোর্ডের সভা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৯, ২২:২৭

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও গুণগত শিক্ষায় শিক্ষিত করতে নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

সম্প্রতি চতুর্থ বোর্ড অব ট্রাস্ট্রির প্রথম সভায় এসব পরিকল্পনার কথা জানান ট্রাস্টি সদস্যরা।

এতে আন্তর্জাতিকমানের জ্ঞানের প্রসার ঘটানো, গবেষণা কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ক্যাম্পাসের সুযোগ সুবিধা বাড়ানো, কোর্স-কারিকুলামে নিত্য নতুন বিষয় অন্তর্ভূক্ত করাসহ নানা বিষয় তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌহিদ সামাদ।

তিনি বলেন, ‘বিশ্বমানের নাগরিক গড়ে তুলতে আমাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দক্ষ শিক্ষকমণ্ডলী, পাঠ্যক্রম, পাঠ্যসূচি, অত্যাধুনিক ল্যাব, অবকাঠামো উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিআইইউ একধাপ এগিয়ে থাকবে- এমনটা প্রত্যাশা আমার।’

সভায় উপস্থিত ছিলেন- ট্রাস্টি আমিনুজ্জমান ভূঁইয়া, হেফাজতুর রহমান, হাবিবুল্লাহ খান, প্রকৌশলী আলী আহমেদ, এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, সাফিয়া গাজী রহমান, দিলরুবা আহমেদ, এ কাইয়ুম খান, ইসমাইল দোভাষ, আমিনুর রেজা খান, সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :