চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ২২:৪১

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামকে ‘বাণিজ্যিক রাজধানী’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক বিভাগীয় কমিশনার আবদুল মান্নানকে চেয়ারম্যান এবং জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনকে সদস্য সচিব করে কমিটি গঠন করে দেয়ায় রবিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর অভিনন্দন জানিয়ে স্মারকলিপি দিয়েছেন ‘বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদ’ নেতারা।

এসময় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘চট্টগ্রামকে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় শামিল করার লক্ষ্যে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন করাটা সময়ের দাবির প্রতি সরকারের অগ্রণী ভূমিকা পালন করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি দীর্ঘদিন ধরে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে আসা সংগঠন ‘বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদ’র নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।

‘বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন পর্ষদ’র সভাপতি এস এম সিরাজদ্দোলা, মহাসচিব ডা. সালেহ আহমেদ সুলেমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- কার্যকরী সভাপতি ডা. আবদুল করিম, মোহাম্মদ ফরিদ, সিনিয়র সহ-সভাপতি কাজী গোলাপ রহমান, এস এম কামাল উদ্দিন, মিটুল দাশগুপ্ত, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, ভুপেন দাশ, এহসান উল্লাহ জাহেদী, এম এ মান্নান খান, এম হাশেম তালুকদার প্রমুখ।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)