ইতালিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৯, ২৩:১২

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির নতুন কার্যালয়ের মাধ্যমে যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীমের সভাপতিত্বে ও ধূমকেতু সোস্যাল অর্গানাইজেশনের আমিনুল ইসলামের পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন- জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালিতে সফররত বাংলাদেশের সেতু বিভাগের অতিরিক্ত সচিব ওবায়দুল হক, অতিরিক্ত অর্থ সচিব আরফিন আরা বেগম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক নাসিমা মহসিন, সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, পদ্মা সেতু বহুমুখী প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সভাপতি নায়েব আলী।

এছাড়াও জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি, বরিশাল বিভাগ সমিতি, ধূমকেতু সোস্যাল অর্গানাইজেশন,পাবনা জেলা সমিতি, ব্রাকসাজনসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সদস্য হাফেজ ফয়সাল আহমেদ।

পরে ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতারা। এসময় অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

শেষে বাংলাদেশ থেকে আগত অতিথিরা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন এমন একটি সংগঠন যা বিশ্বে শক্ত অবস্থানে আছে- আমরা সংগঠনের সাফল্য কামনা করি।’

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :