সড়ক দুর্ঘটনায় দ. আফ্রিকার নারী ক্রিকেটারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৫৭

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক নারী ক্রিকেটার এলরিয়েসা থিউনিসেন-ফোরি। একা এলরিয়েসাই নন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর শিশু সন্তানেরও। গত শুক্রবার (৫ এপ্রিল) মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে স্টিফন্টেনে।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ও একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এলরিয়েসা ২০১৩ সালে জাতীয় দলের হয়ে শেষবার প্রতিনিধিত্ব করলেও ২০১৬ সালের শেষ পর্যন্ত চুটিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। খেলা ছাড়ার পরে ২৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই নারী ক্রিকেটার কোচিংও করিয়েছেন কমিউনিটি ক্রিকেটে।

২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচ খেলা এলরিয়েসা সেবছর দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলেও জায়গা পেয়েছিলেন। এছাড়া ডানহাতি এই অলরাউন্ডার দুইটি ওয়ানডে ম্যাচ খেলেন বাংলাদেশের বিরুদ্ধে। ২০১৩ সালের সেপ্টেম্বরে সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিরুদ্ধেই খেলেন ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তার আগে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি, যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক ম্যাচ।

এলরিয়েসা নর্থ ওয়েস্ট ড্রাগনসের হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করতেন। নিজের প্রথম সন্তানের জন্ম দেওয়ার জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে পর্যন্ত প্রাথমিক স্তরে সক্রিয়ভাবে কোচিং করাতেন তিনি।

ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে দুর্ঘটনায় এলরিয়েসা ও তাঁর শিশু সন্তানের মৃত্যুর খবর জানিয়ে বলা হয়, ‘এটা অত্যন্ত ভয়ঙ্কর ও হৃদয় বিদারক ঘটনা। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ। ক্রিকেট সাউথ আফ্রিকা এলরিয়েসার স্বামী ও পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাযচ্ছে।’

(ঢাকাটাইমস/৮ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :