বেনাপোলে ভারতীয় শাড়ি ও থ্রি পিসের চালান জব্দ

বেনাপোল প্রতিনিধি
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০১৯, ১০:২০

বেনাপোলের কাগজপুকুর গ্রাম থেকে এক কোটি ৩৩ লাখ টাকা মূল্যের এক ট্রাক ভারতীয় শাড়ি ও থ্রি পিসের চালান জব্দ করেছে র‌্যাব। রবিবার রাতের এ ঘটনায় আমিন হোসেন নামে এক চোরাকারবারীকেও আটক করা হয়।

আটক আমিন হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার নবীবনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১টায় অভিযান চালিয়ে যশোরগামী ট্রাকটি আটক করা হয়। পরে তাতে তল্লাশী চালিয়ে ভারতীয় বিভিন্ন মূল্যের ১ হাজার ২৫৪টি শাড়ি, ১৬৯টি থ্রি-পিস, জিন্স প্যান্ট, শিশুদের পোশাক, আতশবাজিসহ আমিন হোসেন নামে এক চোরাচালানীকে আটক করা হয়।’

তিনি জানান, আটক পণ্যের মূল্য ১ কোটি ৩৩ লাখ টাকা। পনণ্যগুলো বেনাপোল কাস্টমস শুল্ক বিভাগে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।’

ঢাকাটাইমস/৮এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :