শাহজালাল বিমানবন্দরে আগুন

প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৯, ১২:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
শাহজালাল বিমানবন্দরের আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন। ছবি সংগৃহীত

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সকালে পার্কিং-২ এর পাশে বাতিলকৃত মালামালের একটি স্টোররুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন ঢাকাটাইমসকে জানান, সকাল আটটা ৪ মিনিটে বিমানবন্দরের তৃতীয় তলার স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আটটা ৩৪ মিনিটের দিকে আগুন নিভিয়ে ফেলে।

আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। এতে কেউ হতাহত না হলেও স্টোররুমের অনেক মালামাল পুড়ে গেছে।

কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। আর ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানা যায়নি।

ঢাকাটাইমস/৮এপ্রিল/এএ/এমআর