বুড়িগঙ্গা পারাপারে আসছে ক্যাবল কার

প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৯, ১৫:৪৫ | আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ২১:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

প্রতিদিন লাখ লাখ মানুষ বুড়িগঙ্গা নদী পার হয়ে রাজধানী ঢাকায় আসা যাওয়া করে থাকেন। নদী পারাপারে এদের ভরসা বাবু বাজার ও গোস্তাগোলার দুটি সেতু। এর বাইরে বড় একটি সংখ্যার মানুষ আসা যাওয়া করেন নৌকায় করে।

তবে এর পাশাপাশি নদী পারাপারের জন্য সরকার ক্যাবল কারের ব্যবস্থা করছে। শুধু মানুষ নয়, পণ্যও পরিবহন করবে এই ক্যাবল কার।

রাজধানীবাসীর জন্য এই নতুন সুখবরটি দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা জানান প্রতিমন্ত্রী।

এতে প্রতিমন্ত্রী লেখেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রী ও পণ্য পরিবহনে বুড়িগঙ্গা নদীতে ক্যাবল কার নির্মাণ করবে সরকার। এর ফলে বুড়িগঙ্গার এপাশের পুরান ঢাকা ও কেরানীগঞ্জবাসীর যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচন হবে।’

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/বিইউ/জেবি)