মানুষের মহাকাশ যাত্রা নিয়ে বিজ্ঞান বক্তৃতা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০১৯, ১৬:০৬

জাতিসংঘ ঘোষিত মহাকাশে মানুষ যাত্রার আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইএমকে সেন্টার, বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র ও বিজ্ঞানচিন্তার যৌথ উদ্যোগে আগামী ১৬ এপ্রিল মঙ্গলবার ‘মহাকাশে মানুষের ৫৮ বছর’ শীর্ষক একটি বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়েছে।

বক্তৃতা অনুষ্ঠানে প্রধান আলোচক থাকছেন বিজ্ঞানচিন্তা পত্রিকার সম্পাদক আব্দুল কাইয়ুম। ধানমন্ডির মাইডাস সেন্টারন্থ ইএমকে সেন্টারে বিকাল চারটায় বিজ্ঞান বক্তৃতাটি শুরু হবে।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। উল্লেখযোগ্য যে ১৯৬১ সালের ১২ এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউরি গাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে ভ্রমণ করেন এবং পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেন।

অনুষ্ঠান বিষয়ে আরো তথ্যের জন্য যোগাযোগ করা করুন www.facebook.com/Anushandhitshuchokro এই ফেসবুক ঠিকানায়।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা