কুমিল্লায় চেয়ারম্যান হত্যা মামলায় নৌকার প্রার্থী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০১৯, ২০:৩১

কুমিল্লার আলোচিত মনির চেয়ারম্যান হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি তিতাস উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম সোহেল শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লায় নিয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার হওয়া সোহেল শিকদার ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া তিতাস উপজেলা পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।

গত ৩১ মার্চ তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে কেন্দ্র দখল ও ব্যাপক সহিংসতার ঘটনায় ওই উপজেলার নির্বাচনটি স্থগিত করে দেয় কমিশন।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, সোহেল সিকদার তিতাসের জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসেন হত্যা মামলায় চার্জশিটভুক্ত ১নং আসামি। এছাড়াও নির্বাচনে সহিংসতার দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও সোহেল শিকদারের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৮ টি মামলা রয়েছে।

ঢাকাটাইমস/০৮এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :