ইঞ্জিন বিকল, চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ

প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৯, ২১:০৩ | আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ২১:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭ এর ইঞ্জিন বিকল হয়ে পড়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ওই ফ্লাইটের যাত্রীদের বিকল্প বিমানে ঢাকায় আনা হচ্ছে।

ফ্লাইটটিতে ৯৯ জন যাত্রী, দুজন পাইলট ও ছয়জন ক্রু ছিল বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, সিঙ্গাপুর থেকে আসা বিমানটির বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় অবতরণের কথা ছিল। ইঞ্জিনে সমস্যার সংকেত পেয়ে পাইলট সেটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

শাহ আমানত বিমান বন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খায়রুল কবির বলেন, সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় অবতরণের কথা ছিল। ইয়াঙ্গুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন একটি ইঞ্জিন বিকল হয়েছে। তখন চট্টগ্রামে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তিনি জানান, ৫টা ৪০ মিনিটে জরুরি অবতরণ করে।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/জেবি)