পাঁচ বছর আগে নিহত ভূমি কর্মকর্তাকে হত্যার অভিযোগ

প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৯, ২২:০০

গাইবান্ধা প্রতিবেদক, ঢাকাটাইমস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত সহকারী কমিশনার (ভুমি) অবিদিয় মার্ডিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের হয়েছে।

সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন নিহতের ভাই স্যামসন মার্ডি।

পরে আদালতের বিচারক পার্থ ভদ্র এজাহার আমলে নিয়ে আগামি ১২ জুন শুনানির দিন ধার্য্য করেছেন।

মামলায় গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে ১৩ জনকে আসামি করা হয়েছে।

আদালতের এপিপি অ্যাড. মিজানুর রহমান জানান, ২০১৪ সালের ১১ জানুয়ারি মোটরসাইকেলে জয়পুরহাট থেকে গোবিন্দগঞ্জ ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন অবিদিয় মার্ডি।

এ ঘটনায় নিহতের স্ত্রী শেফালি বাদি হয়ে সিএনজি চালক ছানোয়ার হোসেনকে আসামি করে ১৪ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। ঘটনার এক বছর পর ২০১৫ সালের ১১ জানুয়ারি আদালতে ছানোয়ারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।

এদিকে, দাখিল করা চার্জশিট ভিত্তিহীন বলে দবি করে অবিদিয় মার্ডিকে পরিকল্পিভাবে হত্যার অভিযোগ তোলেন নিহতের স্বজনরা।

আদালতে এজাহার দাখিল করা বাদী নিহতের ভাই স্যামসন মার্ডির অভিযোগ, অবিদিয় মার্ডিকে শ্বাসরোধে হত্যার পর সড়কে লাশ ফেলে রেখে দুর্ঘটনায় নিহত হয়েছে
বলে প্রচার করা হয়েছে।

ঢাকাটাইমস/০৮এপ্রিল/ইএস