মালয়েশিয়ায় নয় মাসে লাশ হলেন হাফেজ মোস্তফা

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০১৯, ০০:১১

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক বহনকারী বাস খাদে পড়ে নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার গোলাম মোস্তফা (২৪)। জীবিকার তাগিদে মালেশিয়া যাওয়ার মাত্র নয় মাসে লাশ হলেন মোস্তফা।

নিহত গোলাম মোস্তফা নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের দক্ষিণ নোয়াখলা গ্রামের নূর মোহম্মদ মোল্লার ছেলে। ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। গোলাম মোস্তফা কুরান হাফেজ ছিলেন।

নিহতের ভাই হাফেজ নূর উদ্দিন কান্না জড়িত কণ্ঠে এ প্রতিবেদককে বলেন, কুরান হেফজ্জ সম্পন্ন করার পর পরিবারে সচ্ছলতা আনতে জমি বিক্রি করে সাড়ে ৬লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যান গোলাম মোস্তফা। মালয়েশিয়ার মাসকার্গোয় চুক্তি ভিত্তিক কাজ করতেন তিনি।

তিনি আরো বলেন, সোমবার সকাল ৮টার দিকে তার ভাইয়ের এক সহকর্মী মোবাইলে গোলাম মোস্তফার মৃত্যুর খবর তাদের জানান। গোলাম মোস্তফার লাশ দেশে দ্রুত আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

এদিকে, কৃষক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে গোটা পরিবারে চলছে শোকের মাতম। ঢাকাটাইমস/০৮এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :