নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৯, ০৭:৪৭ | আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৯:১৯

নড়াইল প্রতিবেদক, ঢাকাটাইমস
নিহতের স্বজনদের আহাজারি

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আজিজুর রহমান কটাই শেখ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

সোমবার রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কটাই শেখের মৃত্যু হয়।  তিনি নিহত আজিজুর কলাবাড়িয়া গ্রামের ওলিয়ার শেখের ছেলে।

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কাইয়ূম সিকদার এবং আবেদ শেখ পক্ষের লোকজনের মধ্যে সোমবার সন্ধ্যায় সংঘর্ষ বাঁধে। এ সময় আবেদ পক্ষের আজিজুর রহমানকে কুপিয়ে ও গুলি করে প্রতিপক্ষের লোকজন হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

আবেদ পক্ষের  মাসুদ শেখ জানান, আজিজুর রহমানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। আবেদ শেখের অবস্থাও গুরুতর বলে জানান তিনি।

এদিকে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে কাইয়ূম সিকদারের অবস্থাও গুরুতর।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, কলাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/জেবি)