টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁসচক্রের সদস্য আটক

প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৯, ২০:২৩

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার ভোরে উপজেলার আশুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। মিজান ওই এলাকার আব্দুল করিমের ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল, চারটি সিম ও এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রের ১০টি স্ক্রিনশট উদ্ধার করা হয়। তিনি ফেসবুকে ভুয়া আইডি খুলে টাকার বিনিময়ে প্রশ্ন প্রদান করতো বলেও তিনি জানান।

এর আগে একই অভিযোগে ৩ মার্চ রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকা থেকে মির্জা সোহান (২২) নামের একজনকে আটক করে র‌্যাব। আটককৃত মির্জা সোহান বাসাইল উপজেলার ময়থা গ্রামের মির্জা সেলিমের ছেলে।

ঢাকাটাইমস/০৯এপ্রিল/ইএস