চোরাই পথে বিএমডব্লিউ জিপ আমদানির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০১৯, ২০:২৫

চোরাই পথে বিএমডব্লিউ জিপ আমদানির দায়ে পলাতক আসামি শাহীন পাটোয়ারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। জব্দকৃত তিন কোটি টাকা মূল্যের ওই গাড়ি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তেরও নির্দেশ দিয়েছেন।

দণ্ডিত শাহীন সিলেটের কোতোয়ালি থানার ১৬৬, কাজলশাহর বাসিন্দা মো. আক্তারুজ্জামান পাটোয়ারীর ছেলে।

মঙ্গলবার ঢাকা মহানগর ১৬ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফারহানা ফেরদৌস মামলাটির এ রায় ঘোষণা করেন।

অন্য আসামি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২২২, গুলশান লিংক রোডের মেসার্স শাকিল আহমেদ ট্রেডিংয়ের (মোটরহল) মালিক মো. শাকিল আহমেদ বেকসুর খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় তিনি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

মামলায় বলা হয়, ২০১৪ সালের ২৫ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্টাল ইন্টেলিজেন্স সেলের বিশেষ টিম মেসার্স শাকিল আহমেদ ট্রেডিং (মোটরহল) থেকে বিএমডব্লিউ জিপটি (নং ঢাকা মেট্টো- ০-৫৫৩) জব্দ করেন। গাড়িটি শুল্ক পরিশোধ ছাড়াই লন্ডনের কর্নেট ডি পাসেজ সুভিদায় থেকে কলকাতা বন্দরে আমদানি করেন শাহীন পাটোয়ারী। পরে অবৈধপথে বাংলাদেশে আনা হয়। বাংলাদেশে আনার পর ভাস্কর নামে এক ব্যক্তি গাড়িটি ঋণ পরিশোধের জামানত হিসেবে মেসার্স শাকিল আহমেদ ট্রেডিংয়ে ( মোটরহল) রেখে যান।

ওই ঘটনায় একই বছরের ৮ সেপ্টেম্বর এনবিআরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মনিরুল ইসলাম তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিশেষ ক্ষমতা আইনে দুইজনের বিরুদ্ধে মামলাটি করেন। তদন্ত শেষে ওই থানার এসআই মোশারফ হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।

গত বছরের ১৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষে আটজন ও আসামিপক্ষে দুইজন সাক্ষ্য দিয়েছেন।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/জেডআর/এআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :