টাঙ্গাইলে ভুল চিকিৎসায় সাবেক কমিশনারের মৃত্যুর অভিযোগ

প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৯, ২১:৩৬

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে ভুল চিকিৎসায় রহিজ উদ্দিন চাঁন্দু নামে সাবেক পৌর কমিশনারের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

রহিজ উদ্দিন চাঁন্দু কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার (কাউন্সিলর) ও উপজেলা সদরের ঘুনী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী হাসপাতালের পুরুষ ওয়ার্ডের নার্স রুম ভাঙচুর করে এবং প্রায় দেড় ঘণ্টা হাসপাতাল ঘেরাও করে রাখে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে স্থানীয় নেতাদের আশ্বাসে স্বজন ও এলাকাবাসী লাশসহ হাসপাতাল ত্যাগ করে।

রোগীর স্বজনদের অভিযোগ, ‘চিকিৎসকের ভুল চিকিৎসায় রহিজ উদ্দিন চাঁন্দু মৃত্যুবরণ করেন। পারিবারিক ও স্থানীয়ভাবে পরামর্শক্রমে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান স্বজনরা।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী ফরহাদুল হক বলেন, ‘সকাল ৮টায় রোগীটি হাসপাতালের জরুরি বিভাগে বুকে ব্যাথা নিয়ে এলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাশেদুল আলম প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। রোগীটি ওয়ার্ডে পৌঁছালে কর্তব্যরত নার্স লতিফা রোগীটির শরীরে ওষুধ প্রয়োগ করে। চিকিৎসা চলাকালে রোগীটি মৃত্যুবরণ করেন। রোগীর স্বজন ও এলাকাবাসী পুরুষ ওয়ার্ডের নার্স রুম ভাঙচুর করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আমরা কোন ভুল চিকিৎসা ও অবহেলা করিনি।’

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)