রাঙামাটিতে বৈসুক সাংগ্রাইয়ের তৃতীয় পর্যায়ের উৎসব শুরু

প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৯, ২১:৪৮

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটিতে বৈসুক সাংগ্রাই বিজু উপলক্ষে তৃতীয় পর্যায়ের তিন দিনব্যাপী বৈসুক সাংগ্রাই বিঝু, বিহু উৎসব মঙ্গলবার শুরু হয়েছে।

সকাল ১০টায় রাঙামাটি পৌরসভা চত্বরে  রাঙামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন।

উদ্বোধনের পর শুরু হয় আদিবাসী শিল্পীদের নিয়ে নত্যৃ প্রদর্শনী।

প্রকৃতি রঞ্জনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক মংসানু চৌধুরী।

পাহাড়ে আদিবাসীদের এ উৎসব স্বতঃস্ফূর্তভাবে পালন হলেও এবার তা হচ্ছে না। পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। মানুষ নিরাপত্তাহীতায় দিন যাপন করছে। এ থেকে উত্তোরণের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

সভা শেষে রাঙামাটি শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। র‌্যালিটি রাজবাড়ি এলাকায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।

তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে শেষ হবে। এরপর হবে মারমা সম্প্রদায়ের জল উৎসব। আগামী ১৫ এপ্রিল রাঙামাটির কাপ্তাইয়ের চিংরং ও রাইখালীতে হবে জল উৎসব।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)