মেহেরপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত

প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৯, ২২:১৬

মেহেরপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

মেহেরপুরে ট্রাক্টর উল্টে নাঈম হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে গাংনী উপজেলার ইকুড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালক নাঈম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, ‘বিকালে দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। এসময় নাঈম মাঠের চাষ কাজ বন্ধ করে মাঠ থেকে ফেরার পথে ট্রাক্টরটি উল্টে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)