সৈয়দপুরে মাদরাসাছাত্রীদের উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:১৯ | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০১৯, ২২:১৮

নীলফামারীর সৈয়দপুরে মাদরাসাছাত্রীদের উত্যক্ত করায় আজিজুল ইসলাম নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আজিজুল ইসলাম উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাটের ছেয়াদ আলীর পুত্র। তিনি সৈয়দপুর উপজেলা পরিষদের সামনে একটি পারটেক্স ফার্নিচারের দোকানে কাজ করেন।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘আজিজুল পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদরাসারছাত্রীদের যাতায়াতের সময় উত্যক্ত করায় অভিভাবকেরা থানায় অভিযোগ দেয়। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই যুবককে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।’

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পরিমল কুমার সরকার জানান, ‘ইভটিজিংয়ের কারণে অভিযুক্ত আজিজুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড করা হয়েছে।’

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :