বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল চাকরিচ্যুত

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০১৯, ০৮:১২
চাকরিচ্যুত মনিরুল ইসলাম

নৈতিক স্খলন, নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত রেজিস্ট্রার মনিরুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানী ঢাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. এসএম ইমামুল হক।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রত্যাশী এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে রেজিস্ট্রার মনিরুল ইসলামের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও প্রমাণসহ রেজিস্ট্রার মনিরুলের বিচারের দাবিতে ভিসির কাছে লিখিত আবেদন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিসি সিন্ডিকেটের তিন সদস্যের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটির তদন্তে মনিরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মিলে। এর পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভা থেকে মনিরুল ইসলামকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু সিন্ডিকেট সভার সিদ্ধান্ত তিনি মানেননি। পরবর্তী সময়ে চলতি বছরের ২৪ জানুয়ারি ঢাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/আরটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :