উলিপুরে মাঠ দিবস পালিত

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ১২:২৯

কুড়িগ্রাম প্রতিনিধি

চরে উৎপাদিত বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে কুড়িগ্রামের উলিপুরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার থেতরাই ইউনিয়নের প্রত্যন্ত চর দড়িকিশোরপুর গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মাহফুজার রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, ইউএনও আব্দুল কাদের, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

মাঠ দিবস অনুষ্ঠানে চরে উৎপাদিত বিভিন্ন ফসল দিয়ে ফুটিয়ে তোলা জাতীয় পতাকার আদল উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে।

উলিপুর কৃষি বিভাগ উন্নতমানের বীজ উৎপাদন করে ইউনিয়ন পর্যায়ে ক্ষুদ্র বীজ ব্যবসায়ী তৈরীতে ১৪টি বীজ ব্লকে ডাল, তেল ও মসলা বীজ উৎপাদনের মাধ্যমে মাঠ দিবস পালন করে।

ঢাকাটাইমস/১০এপ্রিল/এএইচ