শাল্লায় স্থগিত তিন কেন্দ্রের ভোট ১৭ এপ্রিল

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০১৯, ১৭:৫৪

সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাচনে স্থগিত হওয়া হবিবপুর ইউনিয়নের দুইটি ও আটগাঁও ইউনিয়নে ১টি কেন্দ্রের ভোটগ্রহণ ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে গত ১০মার্চ

সংঘর্ষ ও জালভোটের অভিযোগে এসব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

বুধবার শাল্লা উপজেলা নির্বাহী অফিসার আল মুক্তাদির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, হবিবপুর ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এবং আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় কেন্দ্রে দুটির ভোটগ্রহণ স্থগিত করা হয়।

অপরদিকে হবিবপুর ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় জালভোট দেয়ার অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।

তিনি বলেন, স্থগিত হওয়া এ তিন কেন্দ্রে ১৭ এপ্রিল ভোট গ্রহণ করা হবে।

ঢাকাটাইমস/১০এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :