সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনের সময় বাড়ল ৯ দিন

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ১৯:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সময়সীমা আরও নয়দিন বাড়ানো হয়েছে। আজ (১০ এপ্রিল) হজ গমনেচ্ছুদের নিবন্ধনের সময়সীমা ছিল। তবে আরেক দফা বাড়িয়ে তা এখন ১৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শিব্বির আহমেদ উছমানী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় হজে গমনের কোটা এখনও খালি আছে। আগে আসলে আগে প্রাক-নিবন্ধনের ভিত্তিতে রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা ১০ এপ্রিলের পরিবর্তে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।

তবে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে ১৭ এপ্রিলের মধ্যে পাসপোর্ট দাখিল করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সরকারি ছুটির দিনেও পাসপোর্ট দাখিল করা যাবে।

ইতোপূর্বে আহ্বানকৃত প্রাক-নিবন্ধিত ব্যক্তিবর্গের মধ্যে যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে ২০১৯ সালে হজ পালনে আগ্রহীদের পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন বা [email protected]; [email protected] ই-মেইল অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ -এই নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ঢাকাটাইমস/১০এপ্রিল/ডিএম