মাদরাসাছাত্রী নুসরাতকে বাঁচানো গেলই না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২৩:১৮ | প্রকাশিত : ১০ এপ্রিল ২০১৯, ২২:০৩

ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদরাসাছাত্রী নুসরাত জাহানকে বাঁচানো গেল না। আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন নুসরাতের মৃত্যু হয় বলে ঢাকাটাইমসকে জানান চিকিৎসক অধ্যাপক রায়হানা আউয়াল। নুসরাতের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৬ এপ্রিল সকাল নয়টার দিকে আলিম (এইচএসসি) পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে গিয়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে হামলার শিকার হন নুসরাত জাহান। তাকে পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে সেখানে বোরকা পরিহিত ৪-৫ জন তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।

ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন নুসরাত। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তার চিকিৎসার বিষয়ে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মেডিক্যাল বোর্ড। এরপর সকাল সোয়া ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার চলে তার। লাইফসাপোর্টে রেখেই দুই ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার করা হয়।

নুসরাতের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার অবস্থা এতই খারাপ ছিল যে তাকে সিঙ্গাপুরে পাঠানো সম্ভব হয়নি। তবে নুসরাতের চিকিৎসায় সেখানকার চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক পরামর্শ করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. সামন্ত লালসহ চিকিৎসকরা।

ডা. সামন্ত লাল জানিয়েছেন, নুসরাতের মরদেহ আজ রাতে হিমঘরে থাকবে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :