নবাব ফয়জুন্নেছার বাড়ির সংস্কার কাজ শুরু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০১৯, ২২:৩২

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে কুমিল্লা লাকসামের নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়িটি ‘ফয়জুন্নেছা স্মৃতি জাদুঘর’ হিসেবে চালুকরণের লক্ষ্যে সংস্কার-সংরক্ষণ কাজ বুধবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান আনুষ্ঠানিকভাবে এ সংস্কার কাজের উদ্বোধন করেন।

সংস্কার কাজ উদ্বোধনকালে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, ‘নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেছাকে কেন্দ্র করে লাকসামের ঐতিহ্য, লাকসামের এতো গৌরব। নবাব ফয়জুন্নেছাকে বাদ দিয়ে লাকসামের ইতিহাস তৈরি করা যায় না। অনেক পরে হলেও আমরা এ মহিয়ষী নারীর স্মৃতি রক্ষায় কাজ শুরু করতে পেরেছি। এ কাজে এগিয়ে আসার জন্য তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকেও ধন্যবাদ জানান।’

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সাদেকুজ্জামান, লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের উপদেষ্টা পাপড়ী বসু, ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আজাদ সরকার লিটন, পৌর প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, নবাব ফয়জুন্নেছা ওয়াকফ এস্টেটের সাবেক মোতোয়াল্লি সৈয়দ কামরুল হক ও সৈয়দ মাসুদুল হক।

সংস্কার কাজ উদ্বোধন শেষে অতিথিবৃন্দ নবাব ফয়জুন্নেছার বাড়ি ও সমাধিস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, লাকসাম উপজেলার নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়িটি ২০১৭ সালের ১৩ জুলাই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নামে পুরাকীর্তি হিসেবে গেজেট আকারে প্রকাশিত হয়। সে প্রেক্ষিতে ২০১৮-১৯ অর্থ বছরে নবাব ফযজুন্নেছা স্মৃতি জাদুঘর চালুকরণের লক্ষ্যে সংস্কার-সংরক্ষণ কাজ বুধবার শুরু করা হয়।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :