‘দাবাং থ্রি’র শুটিংয়ে বিপাকে সালমান

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ১০:১২

বিনোদন ডেস্ক

আবার বিপাকে বলিউড সুপারস্টার সালমান খান। এই মুহূর্তে মধ্যপ্রদেশে চলছে তার ‘দাবাং থ্রি’র শুটিং। সেই শুটিং চলাকালীনই তাকে নোটিশ পাঠাল আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া।

সংস্থাটির তরফ থেকে সালমান ও তার টিমকে নির্দেশ দেয়া হয়েছে, মান্ডুর ঐতিহাসিক জল মহলে যে দুটি সেট তৈরি করা হয়েছে, তা অবিলম্বে সরিয়ে ফেলার জন্য।

নোটিশে এও বলা হয়েছে, যদি সালমানরা নির্দেশ পালন না করেন তবে যে কোনো সময় শুটিং বন্ধ করার নির্দেশ জারি করা হবে।

বলিউড সূত্রে খবর, প্রোডাকশন টিম আগেই এই নির্দেশের কথা জানত। কিন্তু কোনো পদক্ষেপ নেয়া হয়নি। নোটিশ অনুযায়ী, প্রাচীন মনুমেন্ট ও আর্কিওলজিকাল ঐতিহ্যশালী এই অঞ্চলগুলোতে জারি হওয়া নিয়ম ভাঙা হয়েছে।

একইসঙ্গে মহেশ্বরের নর্মদা নদীর কাছে একটি ফোর্টে প্রাচীন মূর্তি ভাঙার অভিযোগও উঠেছে ‘দাবাং থ্রি’র টিমের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ফোর্ট থেকে সেট খোলার সময় মূর্তিটি ভেঙে যায়।

এ ব্যাপারে মধ্য প্রদেশের সংস্কৃতি মন্ত্রী বিজয়লক্ষ্মী সাধো বলেছেন, যা হয়েছে তা ভুল হয়েছে। তিনি নিজে ওই ফোর্টে গিয়ে কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে চান।

ছবির শুটিংয়ের সময় কোনো ভুল হয়ে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ঢাকাটাইমস/১১এপ্রিল/এএইচ