বিইউপিতে হয়ে গেল গেমিং কনটেস্ট

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ১০:২৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে ( বিইউপি) অনুষ্ঠিত হয়ে গেলো একদিন ব্যাপি গেমিং কনটেস্ট । ৬ এপ্রিল দিনব্যাপী চলে এই গেমিং কনটেস্ট ।

ফেস্টে গেমিং পার্টনার হিসেবে ছিল মাদারবোর্ড নির্মাণকারী প্রতিষ্ঠান গিগাবাইট।

গিগাবাইটের স্টলে শিক্ষার্থীদের জন্য পোডাক্ট ডিসপ্লের বাবস্থা করা হয়েছে। এতে গিগাবাইটের  মনিটর, মাদারবোর্ড,এসএসডি, গ্রাফিক্স কার্ড,পাওয়ার সাপ্লাই,কি-বোর্ড ও মাউস  ডিসপ্লে করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা গিগাবাইটের পন্য সম্পর্কে জানতে পারে।

উক্ত গেমিং কনটেস্ট ফিফা ১৯ এবং এনএফএস প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়াও শিক্ষার্থীদের বিনোদনের জন্য ভিআর গেমিং প্রতিযোগিতার আয়োজন করে গিগাবাইট।

ফেস্টে শিক্ষার্থীদের গিগাবাইটের এর পণ্য নিয়ে কুইজ করা হয় এবং গিগাবাইটের পক্ষ থেকে কুইজের শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীও পুরষ্কার দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এজেড)