ফরিদপুরে বিশ্ব পানি দিবসে নানা আয়োজন

ফরিদপুর প্রতিনিধি
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০১৯, ১১:৪৫

‘সবার জন্য নিরাপদ পানি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব পানি দিবস। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এরপর ডিসি সম্মেলন কক্ষে বিশ্ব পানি দিবসের গুরুত্বের উপর আলোচনা সভা হয়।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা এনামুল ভূইয়া, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, সারা পৃথিবীতে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এ জন্য সমাজের সকলের দায়িত্ব বিশুদ্ধ পানির অপব্যবহার না করা। পাশাপাশি পানি প্রবাহ যাতে নষ্ট না হয় তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

বক্তরা আরও বলেন, দেশের পানি সম্পদের যথাযথ সংরক্ষণ এবং ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্নিত করতে হবে।’

ঢাকাটাইমস/১১এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :