ম্যাডোনার রেকর্ড পারিশ্রমিক

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ১৫:১০

বিনোদন ডেস্ক

মাত্র দুটি গান গাওয়ার জন্য রেকর্ড পরিমান পারিশ্রমিক পাচ্ছেন মার্কিন পপ সুপারস্টার ম্যাডোনা। আাগমী ১৫ থেকে ১৮ মে ইসরায়েলের তেল আবিবে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় গান গাওয়ার জন্য সাদে আট কোটি টাকা পারিশ্রমিক পাবেন তিনি।

কোনো অনুষ্ঠানে গাওয়ার জন্য এত বড় অংকের পারিশ্রমিক আগে খুব কম তারকাই পেয়েছেন। ম্যাডোনার পারিশ্রমিকের এই অর্থ দিচ্ছেন কানাডীয় ধনকুবের সিলভান অ্যাডাম। তিনি বলেন, ‘ইসরায়েলের জনগণ ম্যাডোনার গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাডোনা একটি নতুন ও একটি পুরনো জনপ্রিয় গান গাইবেন। তবে গান দুটির নাম এখনও জানানো হয়নি।

তবে তেল আবিবে ম্যাডোনার পারফর্ম করার খবরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় দেশটিতে পারফর্ম করতে অস্বীকৃতি জানিয়েছেন রজার ওয়াটার্সের মতো শিল্পী। সেখানে ম্যাডোনার অংশগ্রহণ অনেকেই ভালো চোখে দেখছেন না।

ঢাকাটাইমস/১১এপ্রিল/এএইচ