রহস্যময় ‘নীল দরজা’য় চঞ্চল-মিম

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ১৫:৪০

বিনোদন প্রতিবেদক

অভিনয় জগতের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। প্রথমবারের মতো দুজনে জুটি বেঁধেছেন একটি ওয়েব সিরিজের জন্য। নাম ‘নীল দরজা’। এর গল্পে রয়েছে রহস্যের ছোঁয়া।

ওয়েব সিরিজটি পরিচালনার দায়িত্বে আছেন গোলাম সোহরাব দোদুল। প্রযোজনায় আছেন শাহরিয়ার শাকিল। আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেডের ব্যানারে এটি নির্মিত হচ্ছে। সিরিজটি দেখানো হবে ৬ পর্বে।

নীল দরজা’র বিশেষ তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন, ইন্তেখাব দিনার ও শাহেদ আলী। খুব শিগগির এটি বায়োস্কোপের ইউটিউব চ্যানেলে দেখানো বলে জানান এর প্রযোজক শাহরিয়ার শাকিল।

শুরু থেকেই রহস্যে ঘেরা ‘নীল দরজা’য় অভিনেতা চঞ্চল চৌধুরীর চরিত্র নিয়ে রয়েছে ধোঁয়াশা। দর্শকদের ধারণা, ‘আয়নাবজি’র মতো রহস্যময় কোনো চরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ তারকাকে। রহস্য আছে মিমের চরিত্রেও।

ওয়েব সিরিজটিতে রয়েছে কণ্ঠশিল্পী ন্যান্সির গাওয়া ‘চেনা-অচেনা’ শিরোনামের একটি গান। এর কথা লিখেছেন আসিফ ইকবার, সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের অমিত ও ঈষাণ। সম্প্রতি গানচিলের ইউটিউবে গানটির ভিডিও প্রকাশ হয়েছে।

ঢাকাটাইমস/১১এপ্রিল/এএইচ