মা ও ভাইয়ের পর দগ্ধ রাফিরও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৮:০৩ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০১৯, ১৮:০১

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ সাইফ আলী বেগ রাফি মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ মা আর ছোট ভাইয়ের পর মৃত্যু হলো এই কিশোরের।

বৃহস্পতিবার বেলা বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাফিকে মৃত ঘোষণা করা হয় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, রাফির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ৭ এপ্রিল রাত নয়টার দিকে ফতুল্লার বিসমিল্লাহ টুইন টাওয়ারের চতুর্থতলায় আব্দুর রহিমের বাসায় আগুনে তিন সন্তানসহ দগ্ধ হন তার স্ত্রী ফাতেমা বেগম। রবিবার ছোটছেলে সাফওয়ান আলী এবং পরদিন মা ফাতেমা বেগম মারা যান।

রান্না করার জন্য ফাতেমা ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে এলপি গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। পরে চারজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকাটাইমস/১১এপ্রিল/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :