নুসরাত হত্যায় জড়িতদের শাস্তি চেয়ে জবিতে মানববন্ধন

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ১৮:০৪ | আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১৮:১৬

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ফেনীর সোনাগাজীতে এইচএসসি পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন হয়। পরে মানববন্ধন থেকে একটি মৌন মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শেষ হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন, যৌন হয়রানি ও পরবর্তীতে গায়ে আগুন দিয়ে হত্যা কোনো মানুষের কাজ হতে পারে না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও দেশের কোথাও যেন আর কোনো মেয়েকে ধর্ষণের শিকার না হতে হয় এ ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় বক্তারা রাফি হত্যাসহ দেশে যত ধর্ষণের কারণে হত্যা হয়েছে তার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে ফেনী জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আশরাফুল আলম, শান্ত নাজমুল বাবু, এনামুল হক ভূঁইয়া মিরাজ, নাজমুল হুদা, তাসপিয়া ইসলাম।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/আইএইচ/ইএস)