পাহাড়ে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০১৯, ২০:১১

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী পাহাড়ের প্রাণের উৎসব বৈসাবি ও বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পদ মর্যাদাসম্পন্ন শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি জেলায় বিভিন্ন পাড়ার মহল্লা পাহাড়ে বৈসাবি উৎসবকে নিয়ে রঙ লেগেছে। রঙ লেগেছে পাহাড়ের বৈসাবি উৎসব। প্রতিটি পাড়ায় পাড়ায় চলছে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবে বিভিন্ন ধরনের খেলা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে আয়োজন করা পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্যসহ মনোজ্ঞ মারমা সম্প্রদায়ের পাখা নৃত্য, পানি উৎসব ও সাঁওতাল নৃত্য মনোজ্ঞ ডিসপ্লে উপস্থাপন করা হয়।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :