মিলানে ব্র্যাক সাজান এক্সচেঞ্জের বিজনেসের মতবিনিময় সভা

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ২১:৪৮

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

ইতালির মিলানে ব্র্যাক সাজন এক্সচেঞ্জের আয়োজনে বিজনেস অ্যাওয়ার্ড ও মতবিনিময় সভা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইতালির লিগেল রিপ্রেসেনটেটিভ জামান কামরুজ্জামান।

মোহাম্মদ আল আমিনের পরিচালনায় সভায় অতিথি ছিলেন- লন্ডন থেকে আগত ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, ইন্টারন্যাশনাল  রিলেশনশিপ ম্যানেজার শাকিল আহমেদ, ইতালি অফিসের রিলেশনশিপ ম্যানেজার মিনহাজ হোসেন।

বৈধ পথে প্রবাসীরা দেশে খুব সহজেই প্রবাস থেকে টাকা প্রেরণের জন্য ব্র্যাক সাজান এক্সচেঞ্জ প্রবাসীদের স্বার্থ রক্ষা করে ব্যবসায়ীদের মুনাফাসহ অনেক সুবিধা দিয়ে থাকে। যা প্রবাসীরা নিরাপদ এবং দুশ্চিন্তামুক্ত থেকে দেশে টাকা পাঠাতে পারেন দ্রুত গতিতে। ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড সব সময় প্রবাসীদের পাশে থেকে কাজ করছে এবং আগামীতে আরো রেমিটেন্স প্রেরণকারীদের সুযোগ বৃদ্ধি করবে বলে আশ্বাস দেন।’

মতবিনিময় শেষে মিলানের ২০১৮ সালে সেরা রেমিটেন্স প্রেরণকারী তিনটি প্রতিষ্ঠানকে  সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্র্যাক সাজানের কর্মকর্তারা।

ফাতেমা ফোন সেন্টার প্রথম, আরটিএস টেলিকম দ্বিতীয় এবং জিয়াউল করিম তৃতীয় স্থান সম্মাননা ক্রেস্টগ্রহণ করে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)