নুসরাত হত্যার বিচার দাবিতে গণবিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০১৯, ২১:৫৯

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় আসামির দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাভারের গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাদাম তলায় এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী হোসাইনুল আরেফিন সেতু বলেন, ‘প্রতিদিন একের পর নির্যাতনের শিকার হচ্ছে নারী ও শিশুরা। তারপরেও মনে হচ্ছে কারোর কোন ভ্রূক্ষেপ নেই, ঘটনা ঘটার পরে আমরা শুধু মানববন্ধন করি! কি লাভ হচ্ছে এতে? বরং দিন যত যাচ্ছে হত্যা নির্যাতনের পরিমাণ বেড়েই চলছে। তাই আর কালক্ষেপণ না করে এখনি আমাদের জোরালে প্রতিবাদের সাথে এই সকল অপকর্মের মোকাবিলা করা উচিৎ।’

মানববন্ধনে দুই আসামি নুসরাতের সহপাঠী ও অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার ভাগনি উম্মে সুলতানা পপি ও মাদ্রাসাছাত্র জোব্বায়ের আহমেদের ফাঁসির দাবি করেন শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :