পটুয়াখালীতে সড়কে পা হারালেন শিক্ষক

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ২২:৪৬

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীতে সড়কে পা হারিয়েছেন  বিঘাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী শহরের সরকারি গ্রন্থাগারের সামনে রড বহনকারী টমটমের ধাক্কায় এ শিক্ষকের শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ‘দুপুরে শহরের শেরে বাংলা রোডে টমটম ও মোটরসাইকেল সংঘর্ষে ওই শিক্ষকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ রোগীকে উদ্ধার করে। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার সাথে পুলিশ রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ‘রোগীকে ইতোমধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

টমটমটি পুলিশ হেফাজতে রয়েছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)