মঠবাড়িয়ায় ক্যানসার আক্রান্ত জান্নাতির বাবার আকুতি

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ২৩:০২

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্লাড ক্যানসারে আক্রান্ত চার বছর বয়সী শিশু জান্নাতি আক্তারকে বাঁচাতে এগিয়ে আসার জন্য সকলের কাছে আকুতি জানিয়েছেন শিশুটির দরিদ্র পিতা। শিশুটির পিতা জামাল হাওলাদার উপজেলার বড়মাছুয়া বাজারে রিকশা গ্যারেজ কর্মচারী।

হতদরিদ্র জামাল হাওলাদার জানান, ‘এক বছর আগে তার মেয়ে জান্নাতি অসুস্থ  হয়ে পড়লে স্থানীয় হাসপাতালের চিকিৎসকের পরামর্শে শিশুটিকে ওষুধ খাওয়ান। সম্প্রতি জান্নাতি বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ খুলনা মেডিকেল কলেজ (২৫০ বেড) হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানকার চিকিৎসক জান্নাতির ব্লাড ক্যানসার হয়েছে বলে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে ছাড়পত্র দেন।’

তিনি আরও জানান, ‘বর্তমানে জান্নাতিকে অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে বাড়িতে শুইয়ে রেখেছেন। চোখের সামনে মেয়েটি ছটফট করছে। অর্থাভাবে মেয়েটির চিকিৎসা করাতে পারছি না। চিকিৎসকরা জানিয়েছে, ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে ৫-৭ লাখ টাকা খরচ হবে। যা কোনদিনই আমার পক্ষে সম্ভব নয়।’

তিনি সমাজের দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের প্রার্থনা করছেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জামান জানান, ‘ব্লাড ক্যানসারের কারণে শিশুটির রক্ত শূন্যতা দেখা দিয়েছে। তাকে দ্রুত উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন।’

সাহায্য পাঠানোর ঠিকানা: জামাল হাওলাদার, সঞ্চয়ী হিসাব নং-৯৯০১১৮০১৭৭৬৪৭, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মঠবাড়িয়া শাখা, পিরোজপুর। মোবাইল নং-০১৮৩১-০৯০৮৬৭ (বিকাশ)।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)