রাফি হত্যার বিচার দাবি কুড়িগ্রাম মহিলা পরিষদের

প্রকাশ | ১২ এপ্রিল ২০১৯, ১৪:০৩

কুড়িগ্রাম প্রতিনিধি

ফেনীর সোনাগাজি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।

শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।

সেখানে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ প্রমুখ।

বক্তারা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

ঢাকাটাইমস/১২এপ্রিল/এএইচ