বেনাপোলে অনুপ্রবেশকালে ১৭ নারী-পুরুষ আটক

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৯, ১৭:৩০

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বার্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।

আজ শুক্রবার দুপুরে বেনাপোলের শিকড়ী বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি যশোরের বিভিন্ন অঞ্চলে।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভারত থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা বেনাপোলের গাতিপাড়া সীমান্তে অভিযান চালায়। এ সময় ১১ মহিলা ও ৬ পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলো গাতীপাড়া গ্রামের ফজলুল রহমানের ছেলে রনি মিয়া (২০), আবদুস সাত্তারের ছেলে ফারুক হোসেন (২৫), খলিল মন্ডলের ছেলে আহসান (৩০), আবদুস সাত্তারের ছেলে মনিরুজজান (২০), খোছতার আলীর ছেলে লালটু (২২), মতিয়ার রহমানের ছেলে সোহেল (২১), রেজাউল ইসলামের স্ত্রী মমতা (২৪), কালুর স্ত্রী আছমা (২০); বড় আচড়া গ্রামের আব্দুল রশিদের স্ত্রী হাসিনা (৩৫), যশোর শংকরপুর এলাকার বেলাল মিয়ার স্ত্রী পান্না (২৭), ইছহাক মিয়ার স্ত্রী চন্দনা (১৮), সিরাজ মিয়ার স্ত্রী শাহানাজ (৩০), আলমগীর হোসেনের স্ত্রী টুমপা (২৮), জহিরুল ইসলামের স্ত্রী শাহিদা (৩২), আসলামের স্ত্রী জোসনা (৩২), ইদ্রিস আলীর স্ত্রী নুর জাহান (৪০) ও যশোর শেখহাটি গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী ফরিদা (৩৫)।

আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :