জামালপুরে আটদিন ধরে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৯, ২১:১০

নিখোঁজের আট দিনেও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক এসএসসি পরীক্ষার্থীর কোনো সন্ধান পায়নি পুলিশ ও তার স্বজনরা। গত ৫ এপ্রিল রাতে নিখোঁজের পরের দিন মেয়েটির বাবা ছয়জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। সাত দিন পর শুক্রবার ওই অভিযোগটি মামলা হিসেবে রুজু করেছে পুলিশ।

উপজেলার বালিজুড়ি ইউনিয়নের নাংলা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. রহমত আলীর মেয়ে সে।

অভিযোগে জানা গেছে, ‘বালিজুড়ি ইউনিয়নের নাংলা গ্রামের সাবেক ইউপি সদস্য রহমত আলীর মেয়ে এ বছর উপজেলার সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ৫ এপ্রিল রাত ১টার দিকে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই রাতে তাকে খুঁজে না পেয়ে রহমত আলী পরের দিন দুপুরে মামলার উদ্দেশে অপহরণের একটি লিখিত অভিযোগ করেন মাদারগঞ্জ মডেল থানায়।

ওই অভিযোগে মেয়েটিকে উত্যক্তকারী একই ইউনিয়নের নাদাগাড়ি গ্রামের শিজল আকন্দ, তার দুই বন্ধু লিটন ও রাতুল মিয়া এবং মামা আব্দুর রাজ্জাকসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়।’

মেয়েটির বাবা বলেন, ‘ঘটনার পরের দিন থানায় লিখিত অভিযোগ দেই। আমার ওই অভিযোগ শুক্রবার মামলা আকারে রুজু করা হয়। কিন্তু ঘটনার আট দিন হয়ে গেলেও আমার মেয়ের কোনো সন্ধান পাচ্ছি না। এ নিয়ে আমরা খুবই দুঃশ্চিন্তায় আছি।’

তিনি আরো বলেন, ‘মেয়েকে উদ্ধার এবং তাকে অপহরণকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম বলেন, ‘নিখোঁজের বাবার দেওয়া অভিযোগ আমলে নিয়ে অপহরণ ও এই কাজে সহায়তার অভিযোগে শিজলসহ ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটির সকল আসামিদের গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছি।’

মেয়েটির বাবা অভিযোগ দিলেও মৌখিকভাবে তিনি আগে তার মেয়েকে উদ্ধারের অনুরোধ করায় মামলাটি রুজু করতে বিলম্ব হয়েছে বলে জানান ওসি রফিকুল ইসলাম।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বিপুল টাকাসহ পাবনা পাউবোর দুই প্রকৌশলী আটক, পালাল ঠিকাদার!

বগুড়ায় বাবার ব্যাগে থাকা চাকু পেটে ঢুকে শিশুর মৃত্যু

জামালপুরে অতিরিক্ত গরমে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ডুবে শিশু নিখোঁজ

বাউফলে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে স্যালাইনের সংকটসহ নানা সমস্যা

পাবনা পানি উন্নয়ন বোর্ডের দুই প্রকৌশলী টাকাসহ আটক, পালাল ঠিকাদার

ফরিদপুরে দুর্ঘটনায় একই পরিবারের চারজনের পর মারা গেল মা, নিহতের সংখ্যা বেড়ে ১৬

ফরিদপুরে দুই শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ

কলাপাড়ায় কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা

পঞ্চম দিনে হিট স্ট্রোকে নয় জেলায় ১০ জনের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :